তিন ব্যবসায়ীকে জরিমানা গুরুদাসপুরে করোনার প্রভাব দ্রব্যমূল্যে

করোনা ভাইরাস আতংকের প্রভাব পড়েছে দ্রব্যমূল্যের বাজারে। নাটোরের গুরুদাসপুরে চাল,
ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ প্রায় সব সব্জির দাম বেড়েছে। হ্যান্ডওয়াশ পাওয়া যাচ্ছেনা। হঠাৎ পাওয়া গেলেও দাম তার বেশি।
সাবান, টিসুর মূল্যও কিছুটা বেড়েছে। দশ টাকার মাক্স কিনতে হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। ৫০ কেজির এক বস্তা চালের দাম সর্বনি¤œ স্বর্ণা ১ হাজার ৫শ’ টাকা থেকে ১ হাজার ৭শ’ এবং মিনিকেট ২ হাজার ২শ’ থেকে ২ হাজার ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে।
সরেজমিন গেলে ব্যবসায়ীরা জানান, বিভিন্ন পণ্য সরবরাহ কম থাকায় একটু বেশি
দামে কিনে সে অনুপাতেই বিক্রি করতে হচ্ছে। রবিবার উপজেলার নাজিরপুর বাজারে
অভিযান চালিয়ে তিন দোকানীকে অনিয়ম করায় ১২ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও মো. তমাল হোসেন।
ইউএনও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনা ভাইরাস প্রতিরোধে হাটবাজার, হোটেল,
রেষ্টুরেন্টসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। সকল মসজিদের কার্পেট তুলে ফেলার আহবান জানিয়েছেন তিনি।