শ্রীমঙ্গলে হাসান হত্যার পর মাকেও নির্মম ভাবে হত্যা

শ্রীমঙ্গলে ইসলামপুর (সিন্দুরখান) গ্রামে পূর্ব শক্রতার জের ধরে সৎ ভাই, বোন ও ভ্রাতুসপুত্রদের পৃথক হামলায় নিহত মায়া বেগম এর ( বাদী- মোঃ জাফর, (জিআর -৩৭৮/১৯ (শ্রী)) মামলায় সৎ ভাই উমর আলীর স্ত্রী ২নং আসামী পারভীন বেগম এর ৫দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আল আমিন। মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে এ আবেদন করেন। আদালত পরবর্তী
আদেশের জন্য কার্যতালিকায় রেখেছেন। জানা গেছে- মৌলভীবাজার জেলা
কারাগারে আটক পারভীন বেগম মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে গত ১১ মার্চ মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে
প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। জানা গেছে- গত ২০১৯ সালের ১৫ নভেম্বর আকবর আলীর প্রথম স্ত্রী খোদেজা বেগম এর সন্তান আছিদ আলী, পারভীন বেগম, উমর আলী, দিলারা বেগম, আব্দুল আলী, শিউলী বেগম, জামিল মিয়া, শাকিল মিয়া ও
তারেক মিয়াসহ অজ্ঞাতনামা ৬/৭ জন মিলে-মিশে সন্ত্রাসী কায়দায় সিএনজি চালক মোঃ জাফর আলী ও তার মা মায়া বেগমের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত মায়া বেগমকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং সর্বশেষ ২৬ ডিসেম্বর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। জাফর মৃত্যুর সংবাদটি সংশিষ্ট থানায় (জিআর – ৩৭৮/১৯ (শ্রী) দঃ বিঃ ৩০২ ধারা সংযুক্তিক্রমে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য
পুলিশকে লিখিত ভাবে ও মৌখিকভাবে অবহিত করেন। আসামীরা মারামারির মামলায়
জামিন প্রাপ্ত হওয়ায় এবং পৃথক পৃথক হত্যা কান্ডের ঘঠনায় পুলিশ দায়িত্বসহকারে
তাদের তাদের দায়িত্ব পালণ না করায় পৃথক পৃথক মামলা ২টিতে আজও দঃবিঃ আইনের
৩০২ সংযুক্ত করা হয়নি। এ ব্যপাপরে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার এসআই
মোহাম্মদ আল আমিন সত্যতা স্বীকার করে বলেন- আদালতের মাধ্যমে জেল হাজতে
আটক পারভীন বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।