বগুড়ায় পেসড’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট পেসড’র উদ্যোগে হুইল
চেয়ার বিতরণ করা হয়েছে। দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ
আহাম্মদ। পেসড’র নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া শহর
সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মরজিনা আকতার, পেসড’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবু বকর সিদ্দিক, পিইউপি আবুল হাসানাত খসরু, ওরাপের নির্বাহী পরিচালক
মোদাচ্ছির রহমান উপস্থিত ছিলেন। হুইল চেয়ার বিতরণ কালে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, প্রতিবন্ধীরা অসহায়। তাদের পাশে সমাজের সবাইকে দাড়াতে হবে। প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপনে
সহযোগিতা করতে হবে। প্রতিবন্ধীদের অধিক মূল্যায়ন করতে হবে যাতে করে তারাও সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের তুলে ধরতে পারে। অসহায় ও
দুস্থ প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি পেসড্ কেও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ৭ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
ক্যাপসন : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে
পেসড’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।