বিদ্যুতের আগুনে দোকান পুড়ে ছাই


পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামে অগ্নিকাণ্ডে সূর্য স্টোর নামে একটি মুদিখানার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে বিদ্যুতের লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা। এতে অন্তত আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকানের মালিক সুজন আলী।
জানা যায়, মঙ্গলবার রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায় সুজন আলী ও তার কর্মচারীরা। হঠাৎ করে রাত বারোটার দিকে সড়কে চলাচলকারি যাত্রীরা দোকানের চালের উপরে অগ্নিশিখা দেখতে পায়। তখন তাদের চিৎকারে দোকান মালিক সুজন আলী সহ গ্রামের বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা করে তারা আগুন নেভায়। কিন্তু এর আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উল্লেখ্য, এই উপজেলায় ফায়ার সার্ভিস অফিস না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভুক্তভোগীরা।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দরিদ্র পরিবারের সন্তান সুজন আলী অনেক পরিশ্রম করে দোকান করেছিলেন। কিন্তু অগ্নিকাণ্ডে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল।