পাবনার চাটমোহরে আকস্মিক ভাবে মৌমাছির কামড়ে পুলিশ ও আনসারসহ ৬জন পথচারি আহত হয়েছে। আহত সবাইকে স্থানীয় জনসাধারন উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মৌমাছির কামড়ের ভয়ে আতংকে ঐ এলাকার মানুষ এদিক সেদিক দৌড়া দৌড়ি করে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে।
মৌমাছির কামড়ে আহতরা হলেন, চাটমোহর থানার পুলিশ সদস্য কায়েস খান, নতুন বাজার এলাকার আব্দুস সালাম, বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের টিক্কা হোসেন, আজমত আলি, সাইকোলা গ্রামের মজনু হোসেন ও পথচারী আব্দুল জলিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে নতুন বাজার এলাকায় আকস্মিক একটি মৌমাছির ঝাক থেকে পথচারীদের কামড়ানো শুরু করে। এসময় মৌমাছির কাপড়ে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে মানুষ দিক বেদিক ছুটাছুটি শুরু করে। অনেকে
আতংকে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় গুরুতর আহত ৬জনকে স্থানীয়রা উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিলুফার ইয়াসমিন
জানান, মৌমাছির কামড়ে আহত সবার অবস্থা এখন ভাল। সবাইকে অনেকগুলো করে মৌমাছি কামড়ের দাগ দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে তাদের শারীরিক অবস্থা বুঝে চিকিৎসা দেওয়া হবে।