পুরোহিতকে হত্যা অভিযোগে রাজশাহীর আদালতে ৪ জেএমবির ফাঁসির রায়

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যা মামলার রায়ে শীর্ষ জঙ্গি নেতা জাহাঙ্গীর ওরফে রাজিব গান্ধীসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন রাজশাহী বিভাগীয় দ্রæত বিচার ট্রাইব্যুনাল। রবিবার বেলা ১১টার দিকে দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। তবে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজন খালাস পেয়েছেন। রায় ঘোষণার পরে আদালত চত্ত¡রে রাজিব গান্ধী মৃত্যুদÐপ্রাপ্তরা হলের,গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব ভূতগ্রামের জাহাঙ্গীর ওরফে রাজিব গান্ধী, বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাঁধন, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার দেবগঞ্জ কামাতপাড়ার আলমগীর হোসেন ও দেবীগঞ্জ থানার প্রধানাবাদ মসজিদপাড়ার রমজান আলী। এরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা। মৃত্যুদÐপ্রাপ্ত জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী গুলশানের হলি আর্টিজান হত্যাকাÐেরও অন্যতম প্রধান পরিকল্পনাকারী। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিল রাজিব গান্ধীসহ পাঁচ আসামী। তবে বাঁধন এখনো পলাতক। তার বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে হত্যা মামলায় খালাসপ্রাপ্তরা হলো- পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার হারেজ আলী, খলিলুর রহমান ও রানা। তবে রানা পলাতক। নিহত পুরোহিত যজ্ঞেশ্বর আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২১ ফেব্রæয়ারি মোটরসাইকেলে চড়ে এসে তিনব্যক্তি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার সোনাপোতা গ্রামে শ্রী শ্রী সন্ত গৌড়িয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারীকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করে। এসময় তাদের বাধা দেয়ার চেষ্টা করলে হত্যাকারীরা গোলাপ নামে এক পূজারিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে হামলাকারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে এঘটনায় নিহতের ভাই রবীন্দ্র রায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আস্ত্র ও বিস্ফোরণ আইনে আরো দুটি মামলা করে। তবে মামলার সাক্ষ্য প্রমাণ শেষে তিন মামলারই রায় ঘোষণা করা হয়েছে। পুলিশে দায়ের করা মামলা গুলোতে রাজিব গান্ধী, রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাঁধন, আলমগীর হোসেন রমজান আলী ও হারেজ আলীর ১০বছর সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত।