রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল চালক ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়ি তলা নামক স্থানে এঘটনা ঘটে। নিহত ওই মটরসাইকেল চালেকর নাম রেউাউল ইসলাম (৪০)। তিনি তানোর পৌর এলাকার সমাসপুর গ্রামের মোহাম্মদ দুখু মিয়ার ছেলে ও বিশিষ্ট ধান ব্যবসায়ী। এঘটনায় রাজশাহী মহনগরীর বোয়ালিয়া থানা এলাকার টিকাপাড়ার মোশাররফের ছেলে বাস চালক তালাশ (৩৫) কে আটক করেছে পুলিশ। অপর দিকে ঘাতক বাসটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তানোর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাগেছে, আমনুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস চট্র-মেট্রো জ ০৪-০১৭৮ তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়ি তলা নামক স্থানে তানোর থেকে মুন্ডুমালা গামী মটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে মটরসাইকেল চালক বাসের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মটরসাইকেলটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। এবিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আকবর আলী জানান সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি মটরসাইকেল ছিন্নভিন্ন হয়ে আছে অন্যদিকে রেজাউলের নিথর মরদেহ পড়ে ছিল। সেখানেই তাঁর মরদেহ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, বাসচালকে আটক ও বাসটি থানায় নেয়া হয়েছে। এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।