নওগাঁর রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা লাঞ্চিতের জ্বের ধরে আওয়ামীলীগ নেতার বাড়ীতে হামলা চালিয়ে মারপিট ও ভাংচুরের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা জিরো পয়েন্ট (গোল চত্বরে) উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দী, ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সম্পাদক হাসানুজ্জামান হাসান,যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল,যুবলীগ নেতা মিল্টন খন্দকার, ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান মোহন,শ্রমীকলীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী,সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্ট প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্চা সেবকলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে আগামী ১৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে লাঞ্চিতের ঘটনায় ওই দিন সন্ধ্যায় সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানুর বাসায় হামলা চালিয়ে মারপিট ও ভাংচুরের অভিযোগ ওঠে। মোরশেদা বানু রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া আমিন জেমস এর স্ত্রী। এঘটনায়, জাকারিয়া আমিন এর মা জাহানারা বেওয়া ওই রাতেই বাদী হয়ে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালসহ ১২ জনের নাম উল্লেখ ও আরো ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।#