হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনায় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান শুক্রবার (১৩’মার্চ) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ছিলেন বাঙালী জাতির ভাগ্য উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। বিশ্বের বুকে তিনিই একমাত্র স্বরণীয় ব্যাক্তিত্ব যাঁর ডাকে সমগ্র বাঙালী জাতি এক মেলবন্ধনে সমবেত হতে দ্বিধাবোধ করতেন না। এদেশের মাটিতে তাঁর জন্ম হয়েছিল বলেই আমরা
স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাবনা’র ঐতিহ্য দেশব্যাপী। বঙ্গবন্ধু স্বরণে
সেই ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনা’র সার্বিক ব্যবস্থাপনায় ও ধ্রুব কনস্ট্রাকশন লিঃ-এর পৃষ্ঠপোষকতায় বনমালী শিল্পকলার
অডিটোরিয়ামে হে বন্ধু বঙ্গবন্ধু শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। শিল্পীরা প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী সাংস্কৃতিক পরিবেশনার
মাধ্যমে মুগ্ধ করেন আগত অতিথি ও দর্শক-শ্রোতাদের হৃদয় মন। দর্শক-শ্রোতাবৃন্দও
করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহ যোগান।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড
ইন্ড্রাট্রিজ এর সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রাম দুলাল ভৌমিক, বনমালী শিল্পকলা কেন্দ্র’র সাধারণ সম্পাদক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক
বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহ, বনমালীর নির্বাহী সদস্য এ্যাড. স্বনত কুমার, এ্যাড আব্দুল হান্নান, নাট্য অভিনেতা এ্যাড. আব্দুল হান্নান
শেলী, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক
শফিক আল কামাল, বনমালীর জীবন সদস্য এবং সংস্কৃতি প্রেমী বিভিন্ন শ্রেণী
পেশার মানুষ প্রমুখ।