মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণের চার বছরেও উদ্বোধন হয়নি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

এম,এ,মান্নান
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা সদরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ১০ সর্য্য বিশিষ্ট হাসপাতালের দুটি ভবন চার বছর আগে নির্মাণকাজ সম্পন্ন হলেও আজও উদ্বোধন করেনি সংলিষ্ট দায়ীত্ববান কর্মকর্তরা। এনিয়ে জনমনে উদ্ধিগ্ন উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে , সরকারকর্তৃক দায়ীত্বশিল প্রতিনিধিদের গাফিলতির দরুন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছে প্রত্যয়ান্ত হাওর অঞ্চলের এলাকাবাসী। ২০১৮ সালের ২২ ডিসেম্বর হাসপাতালে নিয়োগপ্রাপ্ত চারজন কর্মচারী যোগদানের আদেশ থাকলেও এক বছর আগে দুইজন যোগদান করেছে , এর মধ্যে একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা আর একজন পিয়ন, মেডিকেল অফিসার ছাড়াই দুজন কর্মচারী কর্মরত আছে, হাসপাতাল থেকে যেসকল সেবা দেওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত তার বাস্তবায়নের কোন আলামত দেখা যায়নি। নামে মাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি মুর্তির মত দারিয়ে আছে,কাজে এর কোন কার্যক্রম নেই বল্লেই চলে। এবং নিয়মিত প্রতিদিন কেন্দ্রটি খুলা থাকার কথা, অথচ প্রায়েই বন্ধ থাকতে দেখা যায়,এলাকার গনমানুষ প্রকাশ করে প্রতিনিধিকে জানায় যে, কেন্দ্রটি নিয়মিত খুলা থাকলে অন্ততপক্ষে পরিবার পরিদর্শিকা হাসনা আক্তারের কাছ থেকে অন্তত কিছুটা সেবা পেতো এলাকার সাধারণ মানুষ,এর মধ্যে দেখা যায় সপ্তায় ৪ দিন হাসপাতাল বন্ধ রেখে পরিবার পরিদর্শিকা অন্যান্য কাজে বাহিরে যেতে হয়, এলাকাজুড়ে জনগোষ্ঠীর দাবী তুলেছে যে, দ্রুত হাসপাতাল উদ্বোধন করে, সেই সাথে মেডিকেল অফিসার সহ অন্যান্য শূন্য পদে নিয়োগ দিয়ে অবহেলিত হাওর বেষ্টিত জানপদ গনমানুষের কল্যাণে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে, জনস্বার্থে, সরকারের কর্তৃপক্ষের দৃষ্টি দিয়ে জরুরী হাসপাতাল উদ্বোধনের উদ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে। #