নওগাঁয় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের পরিচিতি ও দেশীয় তাঁতশিল্পজাত সামগ্রী’র প্রদর্শনী অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় সাসটেইনেবল এন্টারপ্রাইজ সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার উলিপুর গ্রামে। পিকেএসএফ-এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থ্ া
“দাবী মৌলিক উন্নয়ন সংস্থা” সংশ্লিষ্ট প্রকল্পের পরিচিতি এবং দেশীয় তাঁতশিল্পজাত সামগ্রী প্রদর্শনী উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
গতকাল বুধবার দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উলিপুর অফিস
মিলনায়তনে আয়োজিত এই কর্মসশালায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিষদের সদস্য মোঃ কায়েস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলকপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, দাবী’র নির্বাহী পরিচালক আশরাফুন
নাহার সিমা এবং গ্রামীণ উদ্যোগ বিকাশে পেস ভালু চেইন কার্যক্রমের শাঁওইল শাল-এর ব্র্যান্ড এ্যম্বাসেডর অভিনেত্রী সাবেরী আলম
মোতাহের।
কর্মশালায় এই প্রকল্পের আওতায় নওগাঁ বগুড়া ও জয়পুরহাট জেলার
হস্তচালিত তাঁথ শিল্প থেকে যন্ত্রচালিত তাঁত শিল্পে যুক্ত হয়ে অগ্রসরমান তাঁত ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। এ ছাড়াও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত উপকারভোগি এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
এই অনুষ্ঠানে শাঁওইল শালসহ যন্ত্রচালিত তাঁতে তৈরী বিভিন্ন পণ্য
প্রদর্শনী উপলক্ষে দিনব্যপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।#
রওশন আরা পারভনি শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-০১৭১৩৯৪০৩৮৭