সুন্দরগঞ্জে কয়েলের আগুনে পুড়ে ভষ্মিভূত দুইটি পরিবার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গোয়াল ঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন
থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সোনারায় ইউনিয়নে বলরাম গ্রামে আগুন সহদোর
দুই ভাই কাঠমিস্ত্রি ইয়াসিন আলী ও তার ছোট ভাই রিক্সা চালক ইউনুছ আলীর বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে। মশা তাড়াতে কয়েল দিয়েছিল ইয়াসিন আলীর তার গোয়াল ঘরে। রাত ১ টার দিকে প্রতিবেশি লোকজনের চিৎকারে তার ঘুম ভাঙ্গে।
তখন আগুন ছাড়া কিছুই দেখতে পাইনি তিনি। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন
নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ইয়াসিন ও তার ছোট ভাই ইউনুস আলীর ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে রাখা নগদ ৫০ হাজার টাকা, ৫টি গরু, ৩ খাসি,
ধান ও চালসহ আসবাবপত্র ভষ্মিভূত হয়। কাঠমিস্ত্রি ইয়াসিন আলী জানান, তার সব কিছু পুড়ে ছাই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার এটিএম মোস্তফিজুর রহমান বলেন, অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন
নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। গোয়াল ঘরে দেয়া মশা তাড়ানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।