কালিগঞ্জ প্রতিনিধি :কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাযোগ্যদের যাচাই বাছাই স্থগিত করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ভাতাভোগী যাচাই বাছাই কমিটির সভাপতি সাঈদ মেহেদী। বুধবার সকাল ১০ টায় মথুরেশপুর ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগী যাচাই বাছাইয়ের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। ভাতাভোগী বাছাইয়ের জন্য ওয়ার্ড পর্যায়ে এমপি সাহেবের প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি, সমাজসেবা দপ্তরের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওয়ার্ড কমিটির সকল সদস্যদের হাজির করে প্রকাশ্যে জনসম্মুখে ভাতাভোগী যাচাই বাছাই করার নির্দেশনা থাকলেও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন সে নিদের্শনা মোতাবেক কাজ করেন নি। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন ওয়ার্ড পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে ভাতাভোগীর যাচাই বাছাই না করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভাতাভোগীদের আবেদন একসাথে জমা নিয়ে ঘরে বসে স্বজনপ্রীতির মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে ভাতাভোগী নির্বাচন করেন নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রত্যেকটি ইউনিয়নে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাযোগ্যদের বাছাইকরণ জনসম্মুখে চলছে। বর্তমান সরকার সারাদেশে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল প্রতিবন্ধীদের জন্য নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়াই হোক সকলের মুজিব বর্ষের অঙ্গীকার। তিনি ভাতাভোগী যাচাই বাছাই সম্পর্কে বলেন, উপস্থিত ভাতাভোগী সকল আবেদনকারীই হাত তুলে ওয়ার্ড পর্যায়ে জনসম্মুখে ভাতাভোগীর যাচাই বাছাই করার জন্য মতামত দেন। কিন্তু মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ওয়ার্ড পর্যায়ে ভাতাভোগী যাচাই বাছাই না করে ঘরে বসে ভাতাভোগীর তালিকা করার জন্য চেষ্টা করেন। পরবর্তীতে ওয়ার্ড পর্যায়ে জনসম্মুখে ভাতাভোগীর যাচাই বাছাই করার জন্য মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সকল ইউপি সদস্যদেরকে বলা হয়েছে।