পাবনা প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চে পাবনায় দুজন মুক্তিযোদ্ধা এবং একজন ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠকের নামে পৌর এলাকার তিনটি রাস্তার নামকরন করেছে পাবনা পৌরসভা। গতকাল শনিবার সকালে বড় বাজারের দই বাজার মোড়ে বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু সড়কের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। পরে আটুয়া চাঁদা খাঁর বাঁশতলা মোড়ে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব সড়কের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এবং পাশেই দুদক অফিসের সামনের সড়ক মরনোত্তর একুশে পদক প্রাপ্ত ভাষা সংগ্রামী মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশার নামের সড়কটি উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব সাবিরুল ইসলাম বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
মহান মুক্তিযুদ্ধের তিন বীর সেনানীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এ নামকরণ করা হয়েছে বলে জানান পৌর কর্তৃপক্ষ।