দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা- আহত-০৫

সড়ক দূর্ঘটনায় চার শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধের দ্বিতীয় দিনে দূর্গাপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি হামলা করেছে বালু শ্রমিকরা।
এতে আন্দোলনকারী আতিক, অভি, শাওনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
গত শনিবার রাতে পিকআপভ্যনে চরে পিকনিক থেকে যাওয়ার পথে লড়ি ও ট্রাকের চাপায়
ময়মনসিংহের গৌরিপুর উপজেলার চার শিক্ষার্থী নিহত হয়।
এরই প্রতিবাদে দুর্গাপুর উপজেলার সচেতন ছাত্র সমাজের উদ্যোগে বিচার দাবী করে বিক্ষোভ করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।
রবিবার দিনব্যাপী সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে সোমবারও সকাল থেকে পুনরায় অবরোধে নামলে আন্দোলনকারীদের ওপর হামলা করে বালু শ্রমিকরা। পরবর্তীতে এই ঘটনা ছড়িয়ে পড়লে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ করে ।
আন্দোলনকারীরা জানান, তারা বালু উত্তোলন বন্ধ করতে চায় না। তারা চায় নিরাপদ সড়ক।
সড়কে বৈধ লাইসেন্সধারী দের মাধ্যমে গাড়ি চলাচল, প্রতিটি বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের দুইপাশে গতিরোধক স্থাপন, যানবাহনের গতিসীমা ১০ থেকে ১৫ কিলিামিটার গতিতে চালানো সহ মোট ১০ দফা দাবী নিয়ে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছে ।