ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সাবেক মেয়র বিজুসহ আরো ছয়জন পুলিশের কাজে বাধা দান ও হত্যা মামলার ডকেট ছিনতায় মামলায় হাজিরা দিতে আদালতে যান। এদিন দুপুরের পর ঝিনাইদহ আমলী আদালতের বিচারক গৌতম কুমার তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদরাসা ছাত্র আলামিন হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও আলামত উদ্ধারে যায় ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পাঁচ কর্মকর্তা। এসময় সাবেক মেয়র মোস্তাফির রহমান বিজু, তার ভাই মুশফিকুর রহমান ডাবলু, মোস্তাক আহম্মেদ লাভলু ও লাল্টুসহ ১০ থেকে ১২ জন পিবিআই সদস্যদের উপর হামলা ও মারপিট করে মামলার ডকেট ছিনতাই করার চেষ্টা করে বলে পুলিশ অভিযোগ করে। তাদের হামলায় এসআই সোহেল হোসেন, এসআই হুমায়ন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মোঃ জাফর ও এএসআই আব্দুল খালেক আহত হয়। এঘটনায় সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে এক নম্বর আসামি করে মামলা করেছিল ঝিনাইদহ পিবিআই।