একটি সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কেবলমাত্র শিক্ষা নয় সুশিক্ষা অর্জন করতে হবে—– শেখ আফিল উদ্দিন এমপি

ইয়ানূর রহমান : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, একটি
সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কেবলমাত্র শিক্ষা নয়, সুশিক্ষা
অর্জন করতে হবে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে শেখ হাসিনার
সরকার নিরলস পরিশ্রম করছেন। নানা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার
মানোন্নয়নে কাজ করছে সরকার। স্কুল, কলেজ, মাদ্রাসার বহুতল একাডেমিক ভবন
নির্মান, শিক্ষা খাতকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনাসহ উন্নত শিক্ষা
ব্যাবস্থা বাস্তবায়ন করতে নানামুখী প্রকল্প গ্রহণ করেছেন শিক্ষাবান্ধব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সোনাতনকাটি প্রাথমিক বিদ্যালয়
মাঠে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা, ডিজিটাল হাজিরা উদ্বোধন
ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান
পৃথিবীর শ্রেষ্ট সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ
শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার
সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির
জন্ম দিতে। সভ্য সমাজ, সুন্দর জাতি ও উন্নত দেশ গঠনে একজন সুশিক্ষিত
মায়ের কোন বিকল্প নেই। সন্তান জন্মের পর থেকে তার লালন পালন করার জন্য
সবার আগে দরকার তার মাকে। মায়ের কাছ থেকেই সন্তান প্রথম শিক্ষা গ্রহণ করে
তাই প্রত্যেক মা তার সন্তানের প্রথম শিক্ষক, প্রথম স্কুল। মা যদি শিক্ষিত
হয় তাহলে তার সন্তান অবশ্যই শিক্ষিত হবে। আর সেই সন্তানরাই পরবর্তীতে
ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিষ্টার, আমলা, এমপি, মন্ত্রী, প্রধান
মন্ত্রী, রাষ্ট্রপতি হবে।

আরো বলেন, আমার খুবই “শখ” ও লক্ষ শার্শা উপজেলার সকল ছেলে-মেয়েদের
সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আর সে লক্ষ্যে পৌঁছাতে পারলেই আমার
ডিজিটাল শার্শা উপজেলা গড়ার স্বপ্ন স্বার্থক হবে। আমার এই স্বপ্ন পূরণ
করতে হলে চাই আপনাদের সহযোগিতা। যে সহযোগিতা কোন অর্থনৈতিক বা আমাকে ভোট
দেওয়ার জন্য নয়, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাস
করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল। কেবল আপনি
আপনার নিজ সন্তানের দেখভালের দ্বায়িত্বটুকু নিয়ে তার দিকে খেয়াল রাখতে
পারলেই আমার এমপি জীবনের দ্বায়িত্ব তথা আজকের স্বপ্ন ও কথাগুলো স্বার্থক
হবে। কোন সুশিক্ষিত সন্তান বোঝা নয়। আপনার সন্তান লেখাপড়া শিখে পরিপূর্ণ
মানুষ হলে একদিন আপনার ঘর-ই আলোকিত হবে। আপনি হবেন এক গর্বিত বাবা-মা।
এসাথে তার কিরণ ছড়াবে আপনার নিজ এলাকাসহ সমগ্র দেশ ও সারা বিশ্বে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ মনি’র সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান
মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (সাবেক) আব্দুর রব, বাগআাঁচড়া
পুলিশ তদন্ত কেন্দ্রের সুকদেব রায়, ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল,
সোহারাব হোসেন, হাসান ফিরোজ আহমেদ টিংকু, শার্শা প্রেসক্লাব’র যুগ্ম
সাধারন সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, উপজেলা
ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।

এর আগে প্রধান অতিথি এ বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন।