একুশ মানে পলাশ শিমুল
একুশ মানে ফাগুন,
একুশ মানে মায়ের ভাষা
বুকের মধ্যে আগুন।
একুশ মানে বাঁধার দেয়াল
সালাম, রফিক, জব্বার,
মা-ভাই-বোন, বরকত আর
মুখের ভাষা সব্বার।
একুশ মানে তপ্ত বুলেট
বুকের রক্ত রাঙা,
বাঙালীরাও উর্দু কবে
এমনি বিধান ভাঙা।
একুশ মানে শহীদ মিনার
লাখ মানুষের ঢল,
একুশ মানে সব বাঙালীর
একতারই বল।
তাজা প্রাণের রক্ত শপথ
“বাংলা ভাষা চাই,”
এমন মধুর পরশ মাখা
আমার ভাষা তাই।।