লালমনিরহাট প্রতিনিধি। ২০১৮ সালের প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষনা করেছিলেন নির্বাচনে বিজয়ী হলে আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লক্ষ কর্মসংস্থান সৃজনের পরিকল্পণা আছে এবং প্রতিটি উপজেলা হতে গড়ে ১ হাজার যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশানা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজন নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করা। এ লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিছু উদ্যেগ গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বিদেশে গমন ও বৈদেশিক কর্মসংস্থানের নানা বিষয়ে সচিত্র প্রতিবেদন পেশ করেন লালমনিরহাট টিটিসি এর অধ্যক্ষ মাহফুজ সাজু। অন্যাদের মধ্যে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ইসলাম ও ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন সরকার প্রমূখ।