লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট শহরের মাতৃমঙ্গল সংলগ্ন ১৯৭২ সালের নির্মিত শহীদ মিনার সড়িয়ে অন্যদিগে পুনঃ নির্মানের কাজ স্থগিতাদেশ দিয়েছেন আদালত। পাশে প্রভাবশালীর আলীশান বাড়ী দৃষ্টিনন্দন করতে ওই শহীদ মিনার সড়িয়ে পুনঃনির্মান করে পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। এরই প্রেক্ষিতে লালমনিরহাট জেলা সাংস্কৃতিক সংগঠন পরিচালক আদালতের মাধ্যমে তিনদিনের সময় দিয়ে জবাব চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। নির্ধারিত সময়ে পৌর মেয়র জবাব না দেয়ায় আদালতে মামলা দায়ের। এরই প্রেক্ষিতে ২০ ফেব্রয়ারী লালমনিরহাট সিনিয়র জজ আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন। লালমনিরহাট সিনিয়র জজ আদালতে মামলা পরিচালনা করেন আইনজীবি এ্যাড. হাফিজুর রহমান হাফিজ। সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও পরিচারক সৈয়দ সুফী মো. তাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।