মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাল্টি স্টেকহোল্ডারদের সাথে সঙ্গ প্রকল্পের মা ও
শিশুর পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা
আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেন এর বাস্তবায়নে ইউরোপিয়ান
ইউনিয়নের অর্থায়নে গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কর্মশালা
অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান
সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা
ফজলুল করিম, সুন্দরগঞ্জ মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, পুটিমারি উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা পরিষদ জামে মসজিদের
খতিব মাওলানা আজিজুর রহমান, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার দিদারুল
ইসলাম, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর মাহবুবা গুলে সেগুফতা
প্রমূখ। সভার শুরুতেই প্রকল্পের বিভিন্ন দিক সমূহ তুলে ধরে আলোচনা হয়। সঙ্গ
প্রকল্প গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ১ লাখ ২৮
হাজার খানার মা ও শিশুর পুষ্টি উন্নয়ন নিয়ে কাজ করছে। এতে কিশোর-কিশোরী
রয়েছে ৮০ হাজার, প্রাপ্ত বযস্ক নারী ৯৫ হাজার, প্রাপ্ত বয়স্ক পুরুষ ৯০ হাজার, ৫
বছরের কম বয়সী শিশু ৫৩ হাজার ও ২ বছরের কম বয়সী শিশু ২৫ হাজার।