চাটমোহরে পাবনার চাটমোহর উপজেলার ৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০৪ টি শিক্ষকের পদ শূণ্য রয়েছে। স্কুল, কলেজ,মাদ্রাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (বি.এম) কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট এর শিক্ষকের এ পদ গুলো শূণ্য থাকায় ছাত্র ছাত্রীকে পাঠ দান কার্যক্রম ব্যহত হচ্ছে। ফলে এর প্রভাব পরতে পারে শিক্ষার্থীদের ফলাফলে। জানা গেছে, এনটিআরসিএ শিক্ষকের শূণ্য পদ পূরণে চাহিদা পত্র পাঠালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শূণ্য পদের তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী জানান, জেলা শিক্ষা অফিস পাবনার স্বারক নং-জেশিঅ/পাবনা/২০২০/৫৭ তারিখ ১৬/০১/২০২০ পত্র প্রাপ্তির পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূণ্য পদে শিক্ষক নিয়োগের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইরিকুইজিশন প্রদানের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ তা জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। ১০৪ শিক্ষকের পদ শূণ্য