বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেছেন, লেখাপড়া শিখে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তা নয়। সমাজের প্রত্যেকটি স্তরে তাদের ভূমিকা রাখতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে কর্মসংস্থান তৈরি করতে হবে। মাদ্রাসার শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ যেমন ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে তেমনি নৈতিক শিক্ষার ক্ষেত্রেও অনেক এগিয়ে রয়েছে সুতরাং আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি বহস্পতিবার বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা মহিউদ্দীন আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডাঃ একেএম আলাউদ্দিনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা ও মেধা ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম,সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম।
মাদ্রাসার প্রভাষক হেলাল উদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ গোলাম আকবর, সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজমল হোসেন বকুল, সহকারী শিক্ষক আব্দুল লতিফ,আনোওয়ার হোসেন, শফিকুল ইসলাম,ইউনুছ আলী, বেল্লাল হুসাইন,জাকিউল ইমলাম, খাতিজা বেগম,শফিকুল ইসলাম,শারমিন আক্তার ,বেনু বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রীত অতিথিবৃন্দ।