আজ বসন্তকে বরণ করে নেওয়ার দিন

আজ শুক্রবার। পহেলা ফাল্গুন। ঋতুর রাজা বসন্তের প্রথম দিন। বসন্তকে বরণ করে নেওয়ার দিন। এ ঋতুতে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশসহ যেমন নামকরা নানা ফুল ফোটে তেমনি পথের পাশের অবহেলা অনাদরে বেড়ে ওঠা ঝেঁপ ঝাঁড় লতা গুল্মে এমন অনেক ফুল ফুটতে দেখা যায় যার সৈন্দর্য আমাদের মুগ্ধ করে। এমনি একটা ফুল কন্টিকারী। এ ফুলকে অনেকে কন্টালিকা, কন্টকিনী, কণ্টকারী, ধাবনী, ক্ষুদ্রা নামে ও ডাকেন। ছবিটি গতকাল পাবনার চাটমোহর-মান্নাননগর ভায়া হান্ডিয়াল সড়কের পাশ থেকে তোলা।