বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উরুস পালন নিয়ে শিমুলতলা গ্রামবাসি ও আহমদ আলী শাহ’র উরুস কর্তৃপক্ষের মধ্যে মারমুখি সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।এনিয়ে গত ৩/৪দিন ধরে উপজেলার অলংকারি ইউনিয়নের শিমুলতলা ও একই গ্রামের অপর একটি পাড়া টুকের কান্দি (তেঘরী) গ্রামের উরুস কর্তৃপক্ষ ও গ্রামবাসির মধ্যে এ সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পূর্ব নির্ধারিত তারিখে উরুস করতে অটল রয়েছেন মাজার কর্তৃপক্ষ। অন্যদিকে ওই উরুসের নামে অশ্লীল নিত্য, নারীদের নিয়ে গান-বাজনা ও মদ-গাঁজা সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন শিমুলতলা ও টুকেরকান্দি (তেঘরী) গ্রামবাসী। তবে এমন বড় ধরণের আশঙ্কা থেকে রক্ষা পেতে ১০ ও ১১ ফেব্রুয়ারি ওই গ্রামবাসির পক্ষ থেকে প্রায় শতাধিক লোকজন প্রশাসনের ভিবিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১০ ফেব্রুয়ারি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর স্বারকলিপি পেশ করেন। পরে ১১ ফেব্রুয়ারি জেলা পুলিশ সুপার বরাবর আরো একটি আবেদন করেন। কিন্তু উরুস করতে এখন পর্যন্ত অটল রয়েছেন মাজার কর্তৃপক্ষ। এনিয়ে গ্রামবাসির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, উরুস হবে কিন্তু গান বাঝনা হবেনা, যদি কেউ গান বাঝনা করে তার বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।