চাটমোহর সংবাদদাতা;
পাবনার আটঘরিয়া উপজেলার আরপি বাজারের মাদকের ছড়াছড়ি। যে কোন সময়ের চেয়ে
বর্তমানে এলাকাটিতে বিভিন্ন রকমের মাদকের ছড়াছড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক
একাধিক ব্যক্তি জানান বর্তমান সময়ে আটঘরিয়া উপজেলার আরপি বাজার এলাকায়
সন্ধ্যার পর বিশেষ করে রাত ১০টা থেকে রাতভর মাদক দ্রব্য সেবন ও কেনাবেচা চলে। সূত্রমতে
সেখানে হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানান ধরনের মাদক সেবন ও
কেনাবেচা চলে। আরপি বাজারের অলিগলি, বাজার এলাকার রামেশ্বরপুর হাই স্কুল এলাকায়
রাতের আধাঁরে এসব সেবন ও কেনাবেচা চলছে। এতে উঠতি বয়সী ছেলেরা আসক্ত হয়ে
পড়ছে। স্কুল, কলেজ পড়–য়া ছাত্ররাও সেসব আড্ডায় যাচ্ছে। সূত্রটি আরো জানায়
পার্শ্ববর্তী মুলাডুলি, রাজাপুর ও বড়াইগ্রাম এলাকা হতে মাদক ব্যবসায়ীরা এখানে
এসে এই অপকর্মগুলি করছে। এলাকার অভিভাবকেরা তাদের ছেলেদের নিয়ে বেশ শংকিত
হয়ে পড়েছেন। অনেকে মান সম্মানের ভয়ে মুখ খুলছেন না। আরপি বাজার এলাকায়
মাদকের এ অবস্থা চললে যুব সমাজ ধ্বংস হয়ে পড়বে। এলাকাবাসী আইন শৃংখলা
বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।