মধ্যনগর হাওর রক্ষা বাঁধ ২৭টি প্রকল্পে ২ টি এগিয়ে ২৫ টি পিছিয়ে তদারকি নেই কতৃপক্ষের”

মধ্যনগর অফিস ;
সুনামগঞ্জের মধ্যনগর হাওর রক্ষা বাঁধ ২৭ টি প্রকল্পের ২ টি এগিয়ে থাকলেও  ২৫ টি পিছিয়ে আছে অনিয়মের কারনে, সরকারের কতৃপক্ষের তদারকি নেই বল্লেই চলে। নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হওয়ার কথা  ও ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ সম্পন্ন করার কথা থাকলেও দৃশ্য মান বাঁধের কাজের চিত্র কোথাও দেখা যায়না,কিন্তু এর মধ্যে কাইলানী হাওরের ১৭ টি বাঁধ এর মধ্যে ১৬ টি বাঁধে অনিয়ম দেখা গেছে। ঘোরে দেখা যায় ৪৬ নং প্রকল্পের পি আই সি কমিটির সভাপতি আব্দুল আলীম সদস্য সচিব রানু তালুকদার এর প্রকল্পের ৬০০ মিটারের মধ্যে প্রায় ৩০০ মিটার মানসম্মত হওয়ার আশংকা আছে বলে ধারণা পাওয়া গেছে। এবং ঘোড়াডোবা হাওরের ১০ টি বাঁধে ৯ টিতে চলছে অনিয়ম, এর মধ্যে ৭১ নং প্রকল্পের পি আই সি কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র সরকার সদস্য সচিব নান্টু লাল সরকার বাঁধ নির্মাণ করতে অনেকটাই এগিয়ে রয়েছে। ২৫ টি প্রকল্পের বাঁধ ঝুঁকি পূর্ণ হওয়ার আশংকা করছেন এলাকার কৃষক ও সচেতন মহল। যেমন বাঁধ নির্মাণে অনিয়ম তেমনি দিড়গতি,অনেকেই ধারনা করছেন, সেন্টিগ্রেডের নেতৃত্বে প্রকল্পের কাজ  পরিচালিত হওয়ায় এরকম অনিয়ম দুর্নীতির পরিস্থিতি দেখা দিয়েছে।  এর প্রতিবাদের সমালোচনার ঝড় উঠেছে মানুষের মুখে মুখে। পরিকল্পিত বাঁধ নির্মাণ করতে সরকারের কতৃপক্ষ সঠিক তদারকির অভাবে এসকল পি আই সি কমিটি দুর্নীতির বিস্তার করে যাচ্ছে। ফসল রক্ষা বাঁধ যথাসময়ে পরিপূর্ণ বাঁধ নির্মাণের দাবীতে এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে  #