নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইন

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বর প্রাঙ্গনে মঙ্গলবার সকালে স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আত্রাই, নওগাঁর উদ্যেগ্যে বিনামূল্যে প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি ভ্যান-০৮ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাহাগোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,আত্রাই, নওগাঁর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি,এম, কামরুজ্জামান,কনসালট্যান্ট ফিজিওথেরাপি মোঃ আসাদুজ্জামান,থেরাপি সহকারী নুরুন ন্নাহার, টেকনিশিয়ান-২ জিয়াউর রহমান,অঃসঃকাঃঅ রবিউল ইসলাম,উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও চ্যানেল সিক্স বাংলা নওগাঁ জেলা প্রতিনিধি একেএম কামাল উদ্দিন টগর, ইউপি সচিব আলী- আল এফতেখার সেবু, ইউপি সদস্য আব্দুল মজিদ মল্লিক, ইউপি সদস্য শফিকুল ইসলামসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। ২দিন ব্যাপী বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু ও সকল বয়সের প্রতিবন্ধীদের বিনা মূল্যে মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।
সেবা গুলোর মধ্যে রয়েছে – ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, কান ও চোখের পরীক্ষা, অটিজম, এনডিডি,বুদ্ধি প্রতিবন্ধীসহ অবিভাবকদের কাউন্সিলিং, রেফারেল সার্ভিস এর মাধ্যমে স্বাস্থ্য সেবা কেন্দ্রে পাঠানো, সহায়ক উপকরণ ব্যবহার, প্রশিক্ষণ ও বিতরণ, প্রতিবন্ধিতা সংক্রান্ত অন্য সেবা দান এবং গণসচেতনতা।বড় কাভার্ড ভ্যানে অত্যাধূনিক যন্ত্রপাতি সংযোজন করে প্রতিবন্ধীদের জন্য এ মোবাইল থেরাপি ভ্যান তৈরি চালু করা হয়েছে।