বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া বলেছেন, প্রবাসীদেরকে তাদের প্রাপ্য সম্মান দিলে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আরো বেশি করে এগিয়ে আসবেন। সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে সর্বস্তরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার নিয়ে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পান।তিনি সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার ফুলচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের অর্থায়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন আহমদ সেলিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সংবর্ধিত অতিথির বক্তব্য সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন আহমদ সেলিম। অনুষ্ঠানে এলাকার শতাধিক অসহায়-দরিদ্র শীতার্ত মানুষের মধ্য কম্বল বিতরণ করা হয়।ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও চান মিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শায়েস্তা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর, সাবেক সাধারণ সম্পাদক শামছুল ইসলাম তোতা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শাহজালাল ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান মনর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি হাছন আলী, সহ সভাপতি রুবেল আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।