আসল নকল পাশাপাশি

অভিনেত্রী কাজল আগরওয়াল। সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরে উন্মোচন হলো জনপ্রিয় এই অভিনেত্রীর মোমের মূর্তি।

আজ বুধবার মূর্তিটি উন্মোচন করেন কাজল। এই সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিজের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ক্যামেরাবন্দিও হন কাজল। মূর্তি উন্মোচন শেষে উপস্থিত ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন এই অভিনেত্রী।

ভারতের দক্ষিণী সিনেমার প্রথম অভিনেত্রী হিসেবে কাজলের মূর্তি সিঙ্গাপুর মাদাম তুসোতে স্থান পেল। এর আগে জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও প্রভাসের মোমের মূর্তি এই জাদুঘরে স্থান পায়।

গত ডিসেম্বরে মোমের মূর্তি উন্মোচনের বিষয়টি ভক্তদের জানান কাজল। সেই সময় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, খুবই উচ্ছ্বসিত ও সম্মানিত বোধ করছি। ছোটবেলায় মাদাম তুসোতে যাওয়ার কথা মনে পড়ছে। আমি তারকাদের মূর্তিগুলো দেখে অভিভূত হতাম। তাদের অনুপ্রেরণা পেয়েই বড় হয়েছি। তাদের মাঝে নিজেকে পাবো ভেবে আবেগাপ্লুত হয়ে পড়ছি। এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং এরকম একটি অর্জন দিয়ে নতুন দশক শুরু করতে যাচ্ছি। এতদিনের পরিশ্রম সার্থক মনে হচ্ছে। আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এই অর্জন আপনাদের সবার।