বিশ্বনাথ
প্রতিনিধি :: বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের কালীগঞ্জবাজার এলাকার দোপাখোলা
গ্রামের চমক আলীর বাড়িতে উরুসের নামে অশ্লীল নাচ গানসহ মদ, গাঁজা ও নারীদের
নিয়ে অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবিতে গত দুদিন যাবত প্রতিবাদ ও বিক্ষোভ
সভা করে আসছে স্হানীয় মুসলিম জনতা।আজ ২ ফেব্রুয়ারি
রাতে স্হানীয় এলাকার প্রায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে উরুস
বন্ধের জন্য এক প্রতিবাদ সভা করে। কালীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি
সৈয়দ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা
পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার কোন
এলাকায় ইসলাম ধর্ম বিদ্বেষী কোন ধরনের কার্যকলাপ বা অশ্লীল নৃত্য কেউ করতে
পারবে না। তিনি বলেন দোপাখোলা গ্রামে আইনের বিরোধী কার্যকলাপ বা অবৈধভাবে
মদ, গাঁজা, নারীদেরকে নিয়ে বেহায়াপনা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা
প্রকাশ করে বলেন, এধরনের অবৈধ অনৈতিক কর্মকান্ডে আইনসৃষ্টিকারী বাহিনীও
তৎপর আছে।মাওলানা রাসেল আহমেদ এর পরিচালনায় প্রতিবাদ
সভায় উপস্থিত ছিলেন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, ইউনিয়ন
আওয়ামিলীগের সভাপতি আব্দুল মুমিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা
আবদুল ওয়াদুদ, সাবেক সভাপতি আবদুল মতিন, মাওলানা ওয়ারিছ উদ্দীন, উপজেলা
আনজুমানে আল ইসলার সভাপতি মোঃ ফয়জুল ইসলাম, কালীগঞ্জ বাজার ইসলামি জনকল্যাণ
সংস্থার সভাপতি মাওলানা ওবায়দুল হক, কালীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সকল
নেতৃবৃন্দসহ ব্যবসায়ী বৃন্দ, আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা
কমিটির সকল শিক্ষক ছাত্রবৃন্দ, আতাপুর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিমসহ
সকল শিক্ষক/ ছাত্র। দারুলউলুম আয়শা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার শিক্ষক
বৃন্দ, মুকাদ্দাসিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বৃন্দ, দারুলউলুম বিশ্বনাথ
কামীল মাদ্রাসার শিক্ষক বৃন্দ, দারুলউলুম মাদনিয়া ও মোহাম্মাদীয়া মাদ্রাসার
শিক্ষক বৃন্দ, দারুল কুরআন মিরেরচর ও চক কাশিমপুর মাদ্রাসার শিক্ষক ও
ছাত্র বৃন্দ, সৈয়দ পুর সদুরগাও ইসলামি সমাজ কল্যান সংস্থার সকল সদস্য
বৃন্দ, আলাপুর ইসলামি যুব সংঘের সকল সদস্য বৃন্দ, মাওলানা আকমল হুসাইন,
সংগঠক আনহার আলী, আজাদুল ইসলাম প্রমুখসহ নেতৃবৃন্দ।