মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) সংবাদদাতা ঃ
পাবনার চাটমোহরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) বিরুদ্ধে
উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (২ফেরুয়ারী) দুপুরে বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রায় ৩০ জন প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর দপ্তরে গিয়ে লিখিতভাবে তাদের অভিযোগ প্রত্যাহার করেন।
প্রতিনিধিরা ইউএনও-কে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তারা এ ধরণের অভিযোগ দিয়েছিলেন। অভিযোগ প্রত্যাহার করে প্রতিনিধিরা আবেদনে বলেন, তারা অন্যের প্রলোভনে এই মিথ্যে অভিযোগ দিয়েছিলেন। অভিযোগটি আদ্যেও সত্য নয়। তারা পূর্বের ন্যায় ব্যবসা পরিচালনা করাসহ সার্বিক বিষয়ে সহযোগিতা কামনা করেন। এদিকে চাটমোহরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা বিসিডিএস চাটমোহরের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন দিয়ে বলেছেন, ফারিয়া নামক সংগঠণের সাথে তারা নেই। তাদেরকে ভুল বুঝিয়ে কথিত মানববন্ধন ও মিথ্যে অভিযোগ দেওয়ানো হয়। এজন্য তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
অভিযোগ প্রত্যাহারের সময় স্কয়ার, বেক্সিমকো, রেডিয়েন্ট ফার্মা, এরিস্টো ফার্মা, হেলথ কেয়ার, ওরিয়ন ল্যাবরেটরিজ, ইনসেপ্টা ফার্মা, অপসোনিন ফার্মা, এসকেএফ,ড্রাগ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বসিডিএস চাটমোহর শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা ওষুধ ব্যবসায়ী।
বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। তারা আমাদের সংগঠণের বিরুদ্ধে কথিত মানববন্ধন করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। কেন তারা এ কাজ করেছে, তারা কিন্ত তা বলতে পারছেন না। তারা বিসিডিএস’র বিরুদ্ধে ইউএনও’র কাছেও অভিযোগ দেন। শুনতে পেলাম, তারা নিজেদের ভুল বুঝতে পেলে ইউএনও’র কাছে দেওয়া অভিযোগ প্রত্যাহার করেছে। দেখি পরবর্তীতে তারা কি করেন।
