রাজশাহী মেডিকেলে গড়ে ওঠা সিন্ডিকেটের নির্যাতনের প্রতিবাদে নাটোরে এ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধন,ধর্মঘট অব্যাহত

নাটোর প্রতিনিধি।।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ও রোগী জিম্মি করে গড়ে ওঠা সিন্ডিকেটের হয়রানী ও চাঁদাবাজীর প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে বেসরকারি এ্যাম্বুলেন্স চালকরা। আজ শনিবার দুপুরে নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বে ওই সিন্ডিকেট ও দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন পরিবহণ শ্রমিক নেতা আকরামুজ্জামান রওনক ও নাটোর জেলা কার, মাইক্রো ও বেসরকারি এ্যাম্বুলেন্স চালক সমিতির সভাপতি শাহিনুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পর ওই রোগী মারা গেলে লাশ আনতে অথবা ওই রোগীকে পুনরায় ফেরত আনতে গেলে সেখানকার এম্বুলেন্স চালকরা ৭ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে, না দিলে মারপিট সহ নানা নির্যাতনের শিকার হতে হয়। এর প্রতিবাদে গত ৫ দিন ধরে লাগাতার ধর্মঘট পালন করছে নাটোরের এ্যাম্বুলেন্স চালকরা।