মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ জনের মৃত্যু : ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার শহরের পিংকী সু ষ্টোর নামক একটি জুতার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জন আগুনে পুড়ে সুভাস রায় (৬০), তার মেয়ে পিয়া রায় (১৯) ও বোন দিপা রায় (৩৫), দিপ্তি রায় (৪৫) ও বৈশাখী রায় (৩) মৃত্যু বরণ করেছেন। এ সময় স্থানীয়রা প্রণয় রায় মনা ও মিলনকে উদ্ধার করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ৫জনের লাশ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারন জানতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানাকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। জানা গেছে- শহররের এম সাইফুর রহমান সড়কের পিংকী সু ষ্টোর নামক একটি জুতার দোকানে আজ ২৮ জানুয়ারি সকাল ১০টা দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ সূত্রপাত ঘটে। তখন দোকানের সাটার বন্ধ ছিল। মূহুর্থের মধ্যে ছড়িয়ে পড়ে ২য় তলার আধাকাঁচা ঘরে। দোকানের ভিতর দিয়ে একমাত্র যাতায়াতের পথ থাকায় ২য় তলায় স্ব-পরিবারে বসবাসরত সুভাস রায় , পিয়া রায়, দিপা রায় , দিপ্তি রায় (৪৫) ও বৈশাখী রায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান । এ সময় আগ্নকিান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টা কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর পরই পুলিশের সাথে সাথে সিআইডি ও ঘটনা স্থলে এসে উদ্বার অভিযানে যোগদেন। পরে একে একে উদ্ধার করে ৫টি লাশ। চিকিৎসাধীন প্রণয় রায় মনা জানান- ঘঠনার সময় ২য় তলায় ঘুমিয়ে ছিলেন। তার বড় ভাইয়ের স্ত্রী আগুন আগুন বলে চিৎকার দিলে তিনি ঘুম থেকে উঠেন। মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন জানান, ঘরের ভিতরে একটি গ্যাস রাইজার ছিলো, পরে ওই রাইজারে আগুন লাগে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে প্রথমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। তাদের বের হওয়ার একমাত্র রাস্তা ছিলো দোকানের ভিতর দিয়ে।