ইছামতি নদী উদ্ধার আন্দোলনের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে আজ রোববার সকাল সাড়ে ১০ টা থেকে ঘন্টাব্যাপী এক মানববন্ধন পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহস্রাধীক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ বলেন, মহামান্য হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী সিএস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণপূর্বক অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে উচ্ছেদ করতে হবে। ঐতিহ্যবাহী ইছামতি নদী খনন করে পানি প্রবাহমান করতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার সামছুন নাহার রেখা, অধ্যক্ষ ( অবঃ) প্রফেসর আব্দুল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ এ কে মীর্জা শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজা, সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামূল হক চৌধুরী টগর, শহিদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভীন, পদ্মা কলেজের অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, পাবনা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক রুহুল আমিন, বাংলাদেশ শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টু ,সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আখতার রোজী, পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমানুল্লাহ খান, , দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাহারুল ইসলাম বকুল, মাইটিভি জেলা প্রতিনিধি মজিবুল হক লাজুক,কৃষিবিদ জাফর সাদেক, অধ্যাপক আব্দুল গফুর, সূচনা সমাজ উন্নয় সংস্থার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, পাবনা জেলা স্কুলের শিক্ষার্থী আবরার শাহরিয়ার, আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা প্রমুখ।
মানববন্ধনে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস, পাবনা কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ,পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শরিফুল আলম, প্রধান শিক্ষক (অবঃ) মোঃ তোফাজ্জল হোসেন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ,পাবনা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বার্তা সংস্থা আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী, বার্তা সংস্থা ইউএনএস বার্তা সম্পাদক এস পারভেজ, বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি রাকিবুল হাসান, দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি তানভির ইসলাম অয়ন, নাট্যকার গোলাম ফারুক যুবরাজ, সাংবাদিক সুলভ, মাসুক, কবি ইদ্রিস আলী, মিডিয়া অ্যাসোসিয়েশন অব পাবনার সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মীর ফজলুর করিম বাচ্চু , জহুরুল ইসলাম, আব্দুল মতিন, সহ পাবনার সর্বস্তরের মানুষ মাব্বন্ধনে অংশ নেন।