বাংলাদেশে স্বাস্থ্য বিভাগে সকল সফলতা অর্জনের মূল কারিগর হচ্ছে স্বাস্থ্য সহকারীরা। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত ২২ জানুয়ারি থেকে হাম ক্যাম্পেইনের শিশু কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। শনিবার সকালে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন আগৈলঝাড়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২১জন স্বাস্থ্য সহকারীদের দাবি আদায়ের লক্ষ্যে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্বাস্থ্য সহকারী ও প্রধান সমন্বয়কারী আরিফ হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন মনির হোসেন জমাদ্দার, সিঞ্চন বাড়ৈ, অমল অধিকারী, ল²ণ চন্দ্র পাল, কামরুল হাসান, রামানন্দ সরকার, দুলাল বিশ্বাস, গোবিন্দ চন্দ্র হালদার, মালা রানী পাত্র, রুফাইদা আক্তার, শীলাবতী বালা, জ্যোৎস্না রানী, নুরুন্নাহার আক্তার, তৃপ্তি রায়, শিলা বাগচী, ইউসুফ সরদার, কানিজ ফাতেমা, সেলিনা আক্তার, নীলকান্ত হালদার, শ্যামকান্ত সমদ্দার, জামাল হোসেন, কল্পনা রানী হালদার, রমা রানী ও বদরুন্নেসা খানম প্রমুখ। তাদের ৪ দফা দাবির মধ্যে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল, মাঠ/ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০%, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ নিশ্চিত এবং দ্রুত সময়ের মধ্যে শূণ্যপদে নিয়োগ এবং ১০% পোষ্য কোটা প্রবর্তন করে নিয়োগ দিতে হবে।