নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া সভাপতি হওয়ার পর থেকে তিনি হিন্দু সম্প্রদায়ের কালীমন্দিরের স¤পত্তি দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে আবুল কালাম আজাদের শাস্তি দাবি করে এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরাবর গণ-আবেদন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আবুল কালাম আজাদ ২০১২ সালে লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নির্বাচিত হওয়ার পর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক ও দপ্তরি নিয়োগ শুরু হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ফাঁদ পেতে বসেন। শিক্ষক ও দপ্তরি পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় বেকার তরুণ-তরুণী ও তাদের অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা নেন তিনি। তাঁকে টাকা দিয়ে হাতে গোনা কয়েকজনের চাকরি হয়েছে।
লালোর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম জানান,টাকা দিয়ে চাকরি না পাওয়া, টাকা নিয়ে বিএনপি-জামায়াতের লোকজনকে চাকরি দেয়ার অভিযোগ অনেকেই করেন। এ নিয়ে নেতা-কর্মীদের ভেতরে ক্ষোভ আছে। বিষয়টি দলের উর্ধতনদের জানানো হয়েছে।
আবুল কালাম আজাদ জানান, দলেরই একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।