নির্মলেন্দু সরকার বাবুল দুর্গাপুর ,নেত্রকোনা
জেলার দুর্গাপুরে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় মাঠে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নেত্রকোনা এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক নেত্রকোনা মঈনউল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. তরুন কান্তি শিকদার। অন্যদের মধ্যে আলোচনা করেন, ইউএনও ফারজানা খানম, মেয়র দুর্গাপুর পৌরসভা মাও: আব্দুস সালাম, সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নেত্রকোনা আলী হায়দার রাসেল, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক প্রমুখ
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই। আলোচনা শেষে উপস্থিত সর্বস্তরের মাঝে মাদক বিরোধী শপথ পাঠ করান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. তরুন কান্তি শিকদার।