সুন্দরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা আরডিআরএস কার্যালয়ে জাতীয় সংঘের খাদ্য ও কৃষি সংস্থার আর্থিক সহায়তায় আরডিআরএস এর বাস্তবায়নে উপজেলার হরিপুর ও বেলকা ইউনিয়নের ২৫০ জন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, আরডিআরএস সিনিয়ন কো-অডিনেটর মামুনুর রশিদ, উপজেলা কো-অডিনেটর মাহবুবা গুলেসে গুপ্তা, জাতীয় সংঘের খাদ্য ও কৃষি সংস্থার গাইবান্ধা জেলা প্রতিনিধি ফিল্ড মনিটর হারুন অর রশিদ, আরডিআরএস কেডিট ম্যানেজার সিরাজুল ইসলাম প্রমূখ। পরে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল, লালশাক, বেগুন, চালকুমড়া, মিষ্টিকুমড়া, বরবটি, ঢেড়স, পুঁইশাক, লাউ বীজ, ভার্মি কম্পোষ্ট সার ৪ কেজি, কোদাল ১ কেজি, পানিরঝর্ণা ১টি, প্লাষ্টিকড্রাম ১টি।