শফিক আল কামাল (পাবনা) ॥ র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার (সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্বে মো. জয়নাল আবেদিন উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র উপস্থিতিতে জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৩১’ডিসেম্বর) বিকেলে অভিযানে কুমারগাড়ী এলাকার মৃত মেলী সরদারের ছেলে মো. বেলাল, সাধুপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৩০), কুমার গাড়ী গ্রামের মৃত ছলিমের ছেলে মো. রিপন (২৭), শহরের সিংঙ্গা বাজার এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. আকতারুজ্জামান (২৮), শহরের শালগাড়ীয়া মহল্লার মোজাম্মেল আলীর ছেলে মো. মাসুদ আলী (২৬), বাগের হাট জেলার হারিদাও মাজার শরীফ এলাকার আজম শাহের ছেলে মো. রহিম (৩৫), শহরের সিংঙ্গা এলাকার জামাল প্রামানিকের ছেলে মো. আবেদ আলী (৫০), শহরের আটুয়া মধ্যে পাড়ার মো. আব্দুল মতিনের ছেলে মো. সুরুজ হোসেন (২৭), শহরের বালিয়াহালট মৃত কোমর আলী সরদারের ছেলে মো. ইসলাম (৩৫), মালিগাছা আফুরীর রহিজ উদ্দিনের ছেলে মো. লিটন (২৯), আটুয়া (কলাবাগান) মাধ্যপাড়ার মো. আব্দুস সাত্তারের ছেলে মো. মনির (৩২), সিংঙ্গা (গাংকোলা) মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আব্দুল মতিন (৩০), শহরের শালগাড়িয়া মৃত ইকবাল হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩৮), এবং শহরের কৃঞ্চপুর মৃত বক্কর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম বকুল (৩৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফশীলভূক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯ ধারার ১ (গ) উপধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদন্ড অনাদায়ে অরিরিক্ত আরোও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামীদের সবাইকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।