মহানন্দা ট্রেনের যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বেসরকারি রেলওয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনএল ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা আদায় করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার রাজশাহীর কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী পর্যন্ত ১৬নং মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২৫ টাকার বদলে ৩০ টাকা নেয়ায় হয়। একজন ভোক্তা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি সোমবার দুপুরে শুনানী করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স এনএল ট্রেডিংকে জরিমানা করা হয়। তিনি জানান, অভিযোগকারীকে জরিমানার ২৫% টাকাও দেয়া হয়েছে।