রাজশাহীর তানোরে সরকারী ভাবে চাল সংগ্রহের উদ্বোধনের দিনেই ট্রাকে করে বাহির থেকে চাল আমদানি করে গুদামে দেয়া হয়েছে। রোববার দুপুরের দিকে পৌর সদর গোল্লাপাড়া খাদ্য গুদামে চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু । এসময় উপস্থিত ছিলেন গুদাম কর্মকর্তা ওসিএলএসডি তারেকুজ্জামানসহ চাল কল মালিকরা। উদ্বোধনের কয়েক ঘণ্টা পর নওগাঁ জেলার রামভদ্র অটো রাইস মিল থেকে এক ট্রাক হাইব্রিড জাতের নিম্মমানের চাল গুদামে দেয়া হয়েছে। গুদাম কর্মকর্তা তারেক জানান, উপজেলায় ২৯টি চাল কলের মাধ্যমে দুই খাদ্য গুদামে ৫৭০ মেঃটন চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর গুদামে ১৭টি মিলারের মাধ্যমে ৩৪৭ মেঃটন এবং ১২টি মিলারের মাধ্যমে কামারগাঁ গুদামে ২২২ মেঃটন ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। আগামী ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ। তিনি আরো জানান উপজেলায় যেহেতু কোন অটো রাইস মিল এবং সটার মেশিন না থাকার কারনে কর্তৃপক্ষের অনুমতিতে বাহির থেকে উন্নত ফ্রেশ চাল সংগ্রহ করা হচ্ছে।তিনি আরো জানান সটার মেশিন ছাড়া চাল পরিষ্কার হয়না, আর পরিষ্কার ফ্রেশ চাল ছাড়া সরকার কিনবেইওনা । যার ফলে নওগাঁ থেকে রামভদ্র অটো রাইস মিল থেকে উপজেলার দেবিপুর মোড়ে অবস্থিত রমেল চাল কল মালিক হাবিবুর এক ট্রাক উন্নতমানের চাল নিয়ে এসেছেন। ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট-১১-৪৭৮৯। খোজ নিয়ে জানা যায় উপজেলায় যে ধান উৎপাদন হয় সেই ধানের চাল দিতে হবে। কিন্তু সটার মেশিনের দোহায় দিয়ে প্রায় মিল মালিকরা নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ থেকে হাইব্রিড জাতের নিম্মমানের চাল দিয়ে থাকেন যা সরেজমিন তদন্ত করলেই বেরিয়ে আসবে এসব অনিয়ম। উপজেলা খাদ্য কর্মকর্তা আলওউল কবিরের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিব করেননি। তবে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি জানান, বরাদ্দ পাওয়া মিল থেকেই চাল সংগ্রহ করতে হবে। এবং বাহির থেকে আমদানি করার কোন সুযোগ নেই। খোজ খবর নিয়ে গুরুত্ব সহকারে দেখা হবে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যদি এমন নিয়ম না থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে এই কর্মকর্তা জানান।