সড়ক অবরোধ করে ঈশ্বরদী থানার সামনে ছাত্রদের বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক ও নেতাদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধারাবাহিক হামলার প্রতিবাদে, অপরাধীদের গ্রেপ্তার ও থানার ওসির অপসারণের দাবিতে থানার সামনের সড়ক অবরোধ করে অনির্দিষ্ট সময়ের জন্য বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) ১১ টা থেকে ঈশ্বরদী থানা ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভের সময় স্লোগানে স্লোগানে ঈশ্বরদী থানার ওসির অপসারণসহ বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। থানার ওসি অপসারণের আদেশ না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে ছাত্ররা জানিয়েছেন। দুপুর তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা থানার সমনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিল।

এদিকে অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিদুর রহমান দিহান, মাহিম মেহরাব, মেহের হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ কর্মসূচির সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী উপস্থিত হয়ে বিক্ষোভকারী ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, সহ- সমন্বয়ক ইব্রাহিমের হামলার ঘটনাটি দুঃখজনক। আমরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ডিবি ও র্যাব সমন্বয় করে কাজ করছি। ফলশ্রুতিতে ইতোমধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ৮ জনকে গ্রেফতার করতে পেরেছি। এতটুকু নিশ্চিত করে বলতে পারি এরকম আর কোন ঘটনা ঘটবেনা। আমাদের আর কিছুদিন সময় দাও। আশা করছি একটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা দিতে পারবো।

এদিকে হামলার শিকার ছাত্র নেতা ইব্রাহিম হোসেন বিকেল সাড়ে ৪ টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান, আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। । প্রশাসন আমাদের কাছে কয়েকদিন সময় চেয়েছে। সে কারনে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপাতত: আমাদের সকল কর্মসূচি স্থগিত করছি। আজকের বিক্ষোভের কারনে যে সময়টুকু জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেনের ওপর হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপর পুলিশ। সড়কে যান চলাচল স্বাভাবিক। তবে থানা ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন।

প্রসংগত: গত ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও প্রধান আসামিসহ অন্যান্যরা এখনো পলাতক।