বাসিয়া নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন


বাসিয়া নদীর দু’তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাসিয়া নদীর উৎপত্তির মুখ সুরমা এবং কুশিয়ারায় মিলিত মুখ খননের দাবিতে আজ রবিবার (২৯ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথে মানববন্ধন পালন করা হয়েছে। ‘বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদ’ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে মানববন্ধন বিকেল ৩টায় স্থানীয় ‘বাসিয়া সেতুর ওপর’ অনুষ্ঠিত হয়।সংগঠনের আহবায়ক মো. ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতেনের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক শেখ মো. মনির মিয়া, আওয়ামী লীগ নেতা সমর কুমার দাশ, বাচাঁও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ প্রেস ক্লাব সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামছুল ইসলাম মোমিন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা শামছুল ইসলাম, সচেতন সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম-আহবায়ক এস.এ. সাজু, রাসেল আহমদ।এসময় উপস্থিত ছিলেন সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমতিয়াজ কামরান তালুকদার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম সফিক, আব্দুস সালাম, আনহান বিন-সাঈদ, সংগঠক ছায়েদ আহমদ, তাজুল ইসলাম, সচেতন সমাজ কল্যাণ সংস্থা বিশ্বনাথ এর সদস্য লোকমান মিয়া, দিলোয়ার আহমদ, রমজান আলী, হাসান মাহমুদ রুবেল, হেলাল আহমদ, তাজুল মিয়া, জুয়েল খান, বিশ্বনাথ মাইক্রোবাস স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপ, শাহান শাহ প্রমুখ।মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, নদী তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে উচ্ছেদ করে নদীর প্রাণ ফিরিয়ে আনতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে উপজেলাবাসির ব্যাপক ক্ষতি হবে। নদীর উৎপত্তি মুখ এবং শেষের আলো খালের কুশিয়ারা নদীর মিলিত মুখ খনন না হলে নদী বিলীন হয়ে যাবে। এক্ষেত্রে সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান।