সুনামগঞ্জের মধ্যনগর সিমান্ত এলাকায় চোরাকারবারির মাদকের রমরমা ব্যবসার সয়লাভ দেখা দিয়েছে, প্রশাসনের নজরে পরেনা চোরাকারবারিদের, দেখেও না দেখার বান,প্রশাসনের নাকের ডগায় বসে দেশে আনছে ভারতের অবৈধ মালামালের সাথে মাদক দ্রব্য । চারপাশ ঘিরে ছড়িয়ে ছিটিয়ে দিন দিন বাড়ছে মাদকের ছড়াছড়ি। গত এক বছর আগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদক মুক্ত দেশ গড়তে জিরটলারেন্স দিয়েছিলেন,কিন্তু কিছুদিন থেমে থাকলেও এখন আর থেমে নেই মাদক কারবারিরা,সুত্রে জানা যায় মহিষখলা,গুলগাঁও,গিলাগড়া,বাঙালবিটা,কলাগাঁও,সিমান্ত দিয়ে প্রতিদিনেই যুবকদের মরন ফাঁদ ইয়াবা,মদের বোতল, গাঁজা সহ বিভিন্ন মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে। ভারতের সিমান্ত এলাকায় চোরাকারবারিরা গরু পান,সুপারি,জিরা,কাঠ,বাশ ইত্যাদির পাশাপাশি বিভিন্ন জাতের মাদক দ্রব্য প্রবেশ করছে অনায়াসে, অথচ এইসব নিষিদ্ধ অবৈধ মালামালের সাথে মাদক রীতিমতো দেশে প্রবেশ করছে দেশের বিভিন্ন জেলায়। সিমান্তের নৈশ্য প্রহরি বি ডি আর প্রশাসন দেখেও না দেখার বান করে চোরাচালানের সুযোগ করে দেওয়ার তথ্য উপাত্তের কথা এলাকায় ঘুরে জানা গেছে। এবং জনতার আলোচনায়ও রয়েছে মুখে মুখে। আরও জানা যায় প্রশাসনকে মাসোয়ারা দিয়ে চোরাই পথে অবাধে চালানো হচ্ছে ভারত থেকে আসা মাদকের রমরমা ব্যবসা। জনমনে প্রশ্ন কবে বন্ধ হবে মাদকের ছড়াছড়ি প্রশাসনের কাছে জানতে চায় এলাকার সচেতন জনতা।