’’এসো মিলি প্রনের টানে’’-এ শ্লোগানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী।এ উপলক্ষে সকালে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা স্কুল চত্বর থেকে বেড় হয় শহর প্রদক্ষিন করে। এই শোভাযাত্রায় অংশ নেন স্কুলের প্রায় ১৫শত প্রাক্তন ছাত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাম ফারুক প্রিন্স এমপি। প্রায় দের বছর আগে থেকেই অনুুষ্ঠানের প্রস্ততি শুরু হয়।
সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রাক শতবর্ষ পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেনের সভাপতিত্বে এবং পুনর্মিলনী কমিটির নেতা অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু এবং নুর মোহাম্মদ মাসুম বগার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র দেশের প্রখ্যাত হার্ট সার্জন প্রফেসর ডা. লুুৎফর রহমান, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন, পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, আব্দুস সামাদ খান মন্টু, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, ক্রিষ্টাল গ্রুপের চেয়ারম্যান সুলতান আহম্মেদ, এআর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, স্কুলের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, সানফ্রানসিসকো প্রবাসী পারভেজ খসরু, মো. আজাদ খান, মো. শামসুল হক, শ্যামল দত্ত, জহুরুল ইসলাম, আহমেদ হুমায়ুন কবীর তপু, সোহেল রানা প্রমুখ।