আদর্শ গার্লস হাই স্কুলের কৃতি ছাত্রী সংবর্ধনা-বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত

খালেদ আহমেদঃ

আদর্শ গার্লস হাই স্কুল পাবনার সোমবারে শুরু হওয়া শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহের ২য় দিনে কৃতি ছাত্রী সংবর্ধনা, বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল-২০২৫ উদযাপিত হলো।

আজ বুধবার ২৯ জানুয়ারি সকাল ১০ টায় একঝাঁক ফুলের মতো বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে মনোরম পরিবেশ তৈরিকৃত বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গনে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমানের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের ভিতর দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আসন গ্রহণের পর গার্লস গাইডের মেয়েরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে শের-ই বাংলা মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষা বর্ষে মেধাতালিকায় ২০৬২তম হওয়ায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শানিরদিয়াররের হাতেম আলীর মেয়ে
মৌটুসী আক্তার ইরানি ও ২০২১ সালের এসএসসি শিক্ষার্থী সাতক্ষীরা মেডিকেল কলেজে একই শিক্ষা বর্ষে মেধা তালিকায় ৪১৫৫ তম হওয়ায় সিঙ্গা বাজার এলাকার রতন আলী’র মেয়ে রিতু খাতুনকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এরপর ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া মোট ৪৬ জন কৃতি ছাত্রীকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে ৪৪ বিজ্ঞান, ১ মানবিক ও ১ জন ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থী।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী প্রত্যেক ছাত্রীকে একটি ফাইল, স্কেল, পেনসিল, মাণপত্র ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া হয়।

দশম বিজ্ঞানের ছাত্রী সুরা ইয়াছিন বিদায়ী বড় বোনদের উদ্দেশ্যে মাণপত্র পাঠ করেন। বিদায়ী সুমি খাতুন সেটি গ্রহণ করে বিদ্যালয়ে রংরক্ষনের জন্য প্রধান শিক্ষকের কাছে প্রদান করেন।

বিদ্যালয়ের দশম বিজ্ঞানের ছাত্রী ফারজানা আক্তার ফেয়ারওয়েল বক্তব্য দেন।

বিদায়ীদের পক্ষ থেকে মানবিক শাখার সিমি খাতুন ও বিজ্ঞান বিভাগের রাফিয়া সুলতানা আবেগঘন বক্তব্য দেন।

সিনিয়র শিক্ষক কে, এম শুকুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপ পরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান ও বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান মুঞ্জু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ জুডো ফেডারেশনের নির্বাহী সদস্য এস মুস্তাকিম সবুজ, সদর উপজেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক মোখলেছুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, সিনিয়র শিক্ষক আফরোজা খাতুন, কে, এম. আবুল হোসেন, সহঃ শিক্ষক শঃ চর্চা মিজানুর রহমান, শিক্ষক (ইসঃ শিঃ) আব্দুল হামিদ খান, সহঃ শিক্ষক মেরিনা আক্তার, সহঃ শিক্ষক (কৃষি) দেলোয়ার হোসেন, সহঃ শিক্ষক কম্পিঃ হুমায়ুন কবির, শামীমা আক্তার, সাইমা ইয়াসমিন, নারগিছ আরা পারভীন, আল আমিন হক, আপতাব উদ্দিন, হাবিবুর রহমান, পিংকি বিশ্বাস, তামান্না আক্তার, গাজিউর রহমান, আফরোজা রূপা, খন্ডকালীন শিক্ষক রফিকুল ইসলাম, শরিফ আহমেদ, সাখাওয়াত হোসেন, উপমা সাহা, নাজমুন নাহার, মালবিকা বিনতে ইউসুফ, খন্ডকালীন গ্রন্থগারিক অলিভিয়া খাতুন, খন্ডকালীণ কর্মচারী তাহমিনা আক্তার, অফিস সহকারী ওয়াজউদ্দীন খোন্দকার, অফিস পিয়ন, মোঃ বিপ্লব, প্রমুখ।

দোয়া পরিচালনা কমিটির আহ্বায়ক প্রধান শিক্ষক ওয়াহিদ, সদস্য সচিব সহকারী শিক্ষক আব্দুল হামিদ খান, সদস্য দেলোয়ার হোসেন ও রফিকুল ইসলামের তত্বাবধানে মিলাদ পরিচালনা হয়। এতে হামদ-নাত, কেরাত, গজল, ইসলামিক কুইজ, গীতা পাঠ প্রভৃতি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীনিদের মধ্যে পুরষ্কার বিতরণ বিতরন করা হয়।

শিক্ষকদের ভেতর থেকে গজল পরিবেশন করেন আপতাব হোসেন ও শিক্ষার্থীর মধ্যে থেকে দশম বিজ্ঞান শাখার ফারহানা আক্তার।

দোয় পরিচালনা করেন বিশেষ অতিথি ইমামুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নবম শ্রেণীর ব্যাবসা শাখার শিক্ষার্থী সাথী খাতুন।
অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।