সুনামগঞ্জের মধ্যনগর তিনটি হাওর রক্ষা বাঁধ পানি উন্নয়ন বোর্ডের আওতায় নেয়া হয়নি,এর মধ্যে শালদিঘা হাওরের বাঁধ,মুরিচাপুরি হাওরের বাঁধ ও চিন্নি বিল হাওরের বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ডের কতৃপক্ষ।জানা যায় গত বছর ২০১৮ ইং এপ্রিল মাসে পানি সম্পদ উপমন্ত্রী জাহিদ ফারুক ও সুনামগঞ্জ ১ এর সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মধ্যনগর আওয়ামী লীগের কার্যালয়ে আগাম বন্যার কবল থেকে হাওর বাঁচতে স্হায়ী বাঁধ দির্ঘমিয়াদী নিরাপত্তার পরিকল্পনার মতবিনিময় সভার আয়োজিত অনুষ্ঠানে এলাকার সচেতন মহল ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এম পি রতন হাওর রক্ষা বাঁধ স্হায়ী পরিকল্পিত কার্য্যক্রম গ্রহনের আলোচনা করে এবং এ তিনটি হাওরের বাঁধ পানি উন্নয়ন বোর্ডের আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন, এসময় মন্ত্রী জাহিদ ফারুক প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু এক বছর পরে-ও বাস্তবায়ন হয়নি। এতে ঝুঁকি পূর্ণ তিনটি বাঁধ হুমকির মুখে পরে আছে,এগুলি হাওরের জমির মালিকেরা হতাশায় নিমজ্জিত হয়ে পরছে। এইসব জমির মালিকেরা দ্রুত বাঁধ নির্মাণের ব্যবস্হা নিতে,সরকার কতৃপক্ষের ও পানি উন্নয়ন বোর্ড কমিটির দৃষ্টি আকর্ষণ করছে।