রাজশাহীতে প্রশাসনের নির্দেশে পদ্মায় দেয়া বাঁধ অবশেষে অপসারণ

রাজশাহীতে বালু তোলার জন্য পদ্মা নদীর একাংশ ভরাট করে দেয়া বাঁধ অপসারণের কাজ নিজ উদ্যেগে শুরু করে দিয়েছে আওয়ামী লীগ নেতা। এর আগে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু তার ব্যবসা প্রতিষ্টনের বালু তোলার জন্য ট্রাক চলাচলের জন্য রাস্তা হিসেবে নদীতে এই বাঁধ দিয়ে নির্মান করছিলেন। অবশেষে রাজশাহী জেলা প্রশাসনের নির্দেশে গতকাল মঙ্গলবার থেকে নিজ দায়িত্বেই এই বাঁধ তিনি অপসারণ শুরু করেছেন। আজিজুল আলম বেন্টু চলতি বছরে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আমিন ট্রেডার্স এর নামে পবা উপজেলার চরশ্যামপুর ও চরখিদিরপুর মৌজার একটি বালুমহাল ইজারা নিয়েছেন। কিন্তু ইজারা বহির্ভুত এলাকা থেকে বালু উত্তোলনের কারণে উচ্চ আদালতের নির্দেশে গেল জুলাইয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তার বালুঘাট বন্ধ করে দেন। তবে পরবর্তীতে আবার বালু উত্তোলন শুরু করেন আজিজুল আলম বেন্টু। তখন পদ্মা নদীর পানির নিচ থেকে ড্রেজারে করে বালু তোলা হচ্ছিল। স¤প্রতি নদীর পানি কমে গিয়ে মাঝে চর জেগে ওঠে। ওই চরে সরাসারি ট্রাক নিয়ে যাওয়ার জন্য তিনি পদ্মা নদীর প্রবাহমান একটি ধারায় মাটি ফেলে রাস্তা তৈরি করা শুরু করেছিলেন। বিষয়টি নিয়ে পরিবেশবাদীরা আপত্তি তোলেন। এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। সোমবার রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ ও স্বাধীনতা চর্চা কেন্দ্র নদী ভরাটের বিরুদ্ধে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তবে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে নদীর ভেতর থেকে রাস্তা অপসারণ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ নেতা বেন্টুকে একটি চিঠি দেয়া হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে বেন্টু নিজ দায়িত্বে রাস্তাটি অপসারণের কাজ শুরু করেন।