রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা ভেঙে সাইকেল গ্যারেজের কাজ অবশেষে বন্ধ

রাজশাহী মহানগরীর মিঞাপাড়ায় অবস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ বাবু। গতকাল মঙ্গলবার রাজশাহীর জেলা প্রশাসককে তিনি এই নির্দেশ দেন। এরপরই সেখানে সাইকেল গ্যারেজের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা স্থায়ীভাবে এই স্থানে ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের করা হবে জানাযায়। এর আগে ঋত্বিক কুমার ঘটকের পৈত্রিক ভিটার একটি অংশ ভেঙে সেখানে সাইকেল গ্যারেজের কাজ করছি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটার একটি অংশ পুরো ভেঙে তার ইট, সিমেন্ট ও সুরকি সরিয়ে ফেলছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের শিক্ষকরা বলছেন, কলেজের শিক্ষার্থীদের জন্য এখানে অস্থায়ী সাইকেল গ্যারেজ তৈরি করা হবে। এর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন রাজশাহীর সামাজিক-সাংস্কৃতিক ও চলচ্চিত্রপ্রেমী মানুষরা। ইতোমধ্যে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের মতো কর্মসূচির ঘোষণা দেন। এবং রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে রাজশাহীর প্রগতিশীল ১৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এ স্মারকলিপি গ্রহণ করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ বাবুর নজরে আসে। এবং তিনি রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশ দেন সেখানে কাজ বন্ধ করার জন্য।